বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা এলাকায় একটি যাত্রীবাহী বাস এবং নগরের পাঁচলাইশ থানা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোর রাতে এ দুটি ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকায় অবরোধের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করা হয়। এসময় তারা একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা আসার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।
এ ছাড়া আনোয়ারার চাতরী চৌমহনী বাজারের ট্রাফিক বক্স এলাকায় মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। এ সময় মসজিদে নামাজ পড়তে আসা লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, আনোয়ারা উপজেলা ও নগরের পাঁচলাইশ থানা এলাকায় দুটি গাড়িতে আগুনের ঘটনা আছে। এ ছাড়া আপাতত আর কোনো আগুনের তথ্য নেই।
এর আগে রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। পরে ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী থানার দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার ভোর ৬টায় বিএনপিসহ বিরোধী দলগুলোর ৪৮ ঘণ্টা রেল ও নৌপথ অবরোধ শুরু হয়। মঙ্গলবার সকাল ৬টায় এ কর্মসূচি শেষ হবে। একই সঙ্গে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি।