মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন

চট্টগ্রামে নিউমার্কেট মোড়ে শিক্ষার্থীদের অবস্থান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪ ৬:০১ am

অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (৪ আগস্ট) সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা মোড়ে জড়ো হতে থাকেন। যদিও একই স্থানে আওয়ামী লীগ, তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল।

এর আগে শনিবার একই স্থানে শিক্ষার্থীরা সমাবেশ করেছিলেন। এদিন সমাবেশে নানা শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। তবে এদিন বিকেলে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর রাজনৈতিক কার্যালয়, সন্ধ্যায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়িতে হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এদিন রাতেই হামলা চালানো হয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক আহ্বায়কসহ দলটি অন্তত চার নেতার বাসায়।

এর মধ্যে মেয়র রেজাউলের বাড়িতে হামলার পর পুলিশ-ছাত্রলীগের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এতে মো. শহীদ নামে একজন মারা যান এবং গুলিবিদ্ধ হন আরও কয়েকজন।

এদিকে, রোববারের কর্মসূচিকে কেন্দ্র করে রাতভর সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সমর্থক এবং শিক্ষার্থীরা পাল্টাপাল্টি স্ট্যাটাস দেন। এতে রোববার নিউমার্কেট মোড় উভয়পক্ষ দখলে রাখার ঘোষণা দেয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD