রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:২৯ পূর্বাহ্ন




ঘোষণা ছাড়াই কিয়েভ সফরে জার্মান প্রতিরক্ষামন্ত্রী

আরব বাংলা টিভি রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯ বার পড়া হয়েছে

কোনো ঘোষণা ছাড়া কিয়েভ সফরে গিয়ে আরো ট্যাংক ও সামরিক সরঞ্জাম সরবরাহের আশ্বাস দিয়েছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিউস৷

রাশিয়ার হামলা প্রতিহত করতে পশ্চিমা বিশ্বের কাছে অবিলম্বে আরও অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম চাইছে ইউক্রেন।

মঙ্গলবার জার্মানির নতুন প্রতিরক্ষামন্ত্রী অঘোষিত সফরে গিয়ে প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি ও প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভের সঙ্গে সে বিষয়ে বৈঠক করেছেন।

জার্মানি মঙ্গলবার পুরানো ‘লেপার্ড ১’ মডেলের ১৭৮টি পর্যন্ত ব্যাটেল ট্যাংক ইউক্রেনে পাঠানোর ছাড়পত্র দিয়েছে৷ রক্ষণাবেক্ষণের কাজ দ্রুত শেষ করে শেষ পর্যন্ত কত সংখ্যার ট্যাংক দ্রুত হস্তান্তর করা সম্ভব হবে, সেটা অবশ্য স্পষ্ট নয়৷

প্রায় তিন সপ্তাহ আগে ঘোষিত নতুন মডলের ‘লেওপার্ড ২’ ট্যাংক পাঠাতে আরো কিছু সময় লাগবে৷ পিস্টোরিউস বলেন, ট্যাংকগুলো ইউক্রেনের আত্মরক্ষা ও হামলা প্রতিহত করার ক্ষমতা অক্ষত রাখবে বলে জার্মানি আশা করছে৷

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জার্মান প্রতিরক্ষামন্ত্রীর কিয়েভ সফরকে ‘ইউক্রেনের প্রতি সমর্থনের সংকেত’ হিসেবে উল্লেখ করেন৷

তার মতে, কঠিন এই সময়ে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম নেতৃস্থানীয় দেশ জার্মানির সহায়তার প্রতি ইউক্রেনের গভীর আগ্রহ রয়েছে৷ জার্মানির নতুন সামরিক সহায়তার ঘোষণা সম্পর্কে জেলেনস্কি অবশ্য সরাসরি মন্তব্য করেননি৷

তিনি বলেন, সাম্প্রতিক সিদ্ধান্তগুলির ফলে বাড়তি সুবিধা না পেলেও যুদ্ধক্ষেত্রে সমান সুযোগ পাবে ইউক্রেন৷ তবে সরবরাহের সময়, সরঞ্জামের সংখ্যা ও সরঞ্জামের অবস্থার উপর সাফল্য নির্ভর করবে৷

সূত্র: ডয়চে ভেলে



আরো পড়ুন



আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  




© All rights reserved © ArabBanglaTV

Developer Design Host BD