সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একই পরিবারের আরও চারজন।
সোমবার (২১ আগস্ট) গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জাফলংয়ের রসুলপুর গ্রামের ইয়াকুব মিয়ার দোকান ও বাড়িতে ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার জাফলংয়ের রসুলপুর গ্রামের ইয়াকুব মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩০) ও মেয়ে সুমাইয়া আক্তার (১৩)।
স্থানীয়রা জানান, রোববার (২০ আগস্ট) অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা গেছেন। এ সময় ইয়াকুব মিয়া, তার মা ও দুই সন্তান জুবাইর ও জুনাইদ অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি কে এম নজরুল ইসলাম জানান, তারা বাড়িতে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করতেন। রোববার রাতে সিলিন্ডার বিস্ফোরণ হয়। পুরো বসতঘরে আগুন ছড়িয়ে পড়লে বের হতে না পারায় মা-মেয়ে ঘরেই দগ্ধ হয়ে নিহত হয়েছেন।