রংপুরের কাউনিয়ায় ২৪ ঘণ্টা গেটম্যানের দাবিতে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেন আটকে দিয়ে প্রতিবাদ জানিয়েছে উত্তেজিত জনতা।
শুক্রবার (১৮ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে এই অরক্ষিত রেলগেটে একটি দুর্ঘটনা ঘটে। এরপরই স্থানীয়রা ট্রেন আটকে প্রতিবাদ জানায় বলে জানান কাউনিয়া ষ্টেশন মাষ্টার হোসনে মোবারক।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তপিকল বাজার রেল ক্রসিং এ এলআর ৬২ ট্রেনের ধাক্কায় অটো চার্জার দুমরে মুচরে যায়, এতে গুরুতর আহত হন অটো চালক মাহবুবুর রহমান।
স্থানীয় ও ষ্টেশন মাষ্টার সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার ৫নং বালাপাড়া ইউনিয়নস্থ তপিকল বাজার রেল ক্রসিং এ এলআর ৬২ ট্রেনের ধাক্কায় একটি অটো দুমরে মুচরে যায়। এসময় স্থানীয় বেটুবাড়ী এলাকার আব্দুল করিমের ছেলে অটো চালক মাহবুবুর রহমান গুরুতর আহত হন। এ ঘটনায় মাহবুব রহমানের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। আহত মাহবুবকে প্রথমে কাউনিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কাউনিয়া ষ্টেশন মাষ্টার হোসনে মোবারক হোসেন জানান, এখন থেকে ২৪ ঘণ্টাই তপিকল বাজার রেল ক্রসিং এ গেটম্যান থাকবে।