রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:১৫ পূর্বাহ্ন

গাড়ি দুর্ঘটনা নিয়ে যা বললেন জাপা নেতা টেপা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ৯:৪১ am

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগ এলাকায় শেরাটন হোটেলের বিপরীতে ট্রাফিক সিগনালে দাঁড়ানো অবস্থায় তার গাড়িতে একটি বাস ধাক্কা দেয়।

এ বিষয়ে জাপা নেতা টেপা বলেন, বিহঙ্গ পরিবহনের একটি বাস বেপরোয়াভাবে আমার গাড়িতে পেছন দিকে থেকে সজোড়ে আঘাত করে। এতে আমি নিজেও আহত হয়েছি। গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর চিকিৎসা নিয়ে আমি বাসায় ফিরছি। তবে আমি যেহেতু রাজনীতি করি, এখন পরিকল্পতিভাবে আমার গাড়িতে ধাক্কা দেওয়া হয়েছে, নাকি অন্যকিছু সেটা বলতে পারছি না।

এ ঘটনায় মামলা করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, এখনও মামলা করিনি, পরে সিদ্ধান্ত নেব।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD