রাত পেরোলেই ঈদ। এর মধ্যেই যেন প্রিয়জনদের কাছে নীড়ে ফিরেছেন উত্তরের মানুষ। এবারের ঈদযাত্রায় মহাসড়কে গত ২দিন গাজীপুরের মহাসড়কে ব্যাপক যানজট দেখা গেলেও আজ রাস্তায় তেমন যানবাহনের চাপ নেই। ফলে স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক গত দুদিন ছিল মানুষের ঢল, গাড়ির ধীরগতি, যানজট ও ঘরমুখো মানুষের ভোগান্তি। মঙ্গলবার রাত থেকে যানবাহনের চাপ কমতে থাকায় স্বস্তি ফিরেছে মহাসড়ক দুটিতে। আজ বুধবার (১০ এপ্রিল) সকাল থেকে মহাসড়কে দৃশ্যপট পুরো পাল্টে গেছে। স্বস্তি নিয়ে এখন বাড়ি ফিরছেন মানুষ।
বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় কোনো যানজট কিংবা ভোগান্তি দেখা যায়নি। মহাসড়কে যাত্রীর তুলনায় বিপুল পরিমাণ গাড়ি রয়েছে। পরিবহন শ্রমিকরা যাত্রীদের ডেকে ডেকে গাড়িতে উঠানোর চেষ্টা করছে। অন্যান্য দিনে অতিরিক্ত ভাড়া নিলেও এদিন তা দেখা যায়নি।
গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকায় যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে সৌখিন পরিবহনের যাত্রীবাহী বাসের চালকের সহকারী আবু তাহের জানান, আজকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অনেকটাই ফাঁকা, যাত্রীও নেই বললেই চলে। কম ভাড়ায়ও তারা যাত্রী পাচ্ছেন না।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুর উপজেলার মাওনা, জৈনাবাজার ও গাজীপুর মহাগরের চান্দনা-চৌরাস্তা স্টেশন রোড, চেরাগআলী, বোর্ডবাজার, সাইনবোর্ড এলাকায় গতকাল সোমবার দুপুর থেকে রাত জুড়েই যানবাহনের চাপ ছিল, এতে কোথাও কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হলেও ভোগান্তি বাড়ে ঈদে ঘরে ফেরা মানুষের। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়। তবে রাতের দিকে ভোগান্তি অনেক কমে যায়। তবে বুধবার সকাল থেকে মহাসড়ক একেবারে ফাঁকা হয়ে পড়ে।
টাঙ্গাইল যাওয়ার পথে গাজীপুর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে সাংবাদিকদের সঙ্গে কথা হয় জাকির হোসেন নামের এক যাত্রীর। তিনি বলেন, টাঙ্গাইল মহাসড়ক একদম ফাঁকা। পরিবহন শ্রমিকরা গাড়িতে ডেকে ডেকে যাত্রী উঠাচ্ছেন, ভাড়াও কম হাঁকছেন।
নাওজোড় হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় মঙ্গলবার বিকেল থেকেই স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। মহাসড়ক অনেকটা ফাঁকা। সবার ঈদযাত্রা সুন্দর করতে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, বুধবার গাজীপুরে মহানগর এলাকার সড়ক মহাসড়কগুলোতে ঘরমুখো মানুষ একেবারে নেই বললেই চলে, আর গাড়ির চাপ ছিল অন্য সাধারণ দিনের চেয়েও স্বাভাবিক। কোথাও কোনো যানজট নেই