সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৫ অপরাহ্ন

গাজীপুরে দুই বাসে আগুন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ৫:৫০ am

গাজীপুরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে মহানগরীর তেলিপাড়া শাহ আলম বাড়ি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বসুমতি পরিবহনের একটি বাসে ও শিমুলতলী রোডের মাঝিরখোলা এলাকায় গাজীপুর পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় রাস্তার পাশে বসুমতি পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। রাত সাড়ে ১০টার দিকে ৪-৫ জন দুর্বৃত্ত বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের অধিকাংশ পুড়ে যায়।

এছাড়া, গাজীপুরের শিববাড়ি থেকে শিমুলতলী রোডের রেল ক্রসিং এর পাশে গাজীপুর পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। রাত ১১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত গাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ আনে। এতে বাসটি পুরোপুরি পুড়ে গেছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, কে বা কারা দুই বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছেন।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD