গাজীপুরের হোতাপাড়া এলাকায় পোশাক শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনে গুলিবিদ্ধ রাশিদা বেগম (৪০) নামে এক নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
গুলিবিদ্ধ রাশিদা বেগমের বড় বোন সেলিনা বেগম বলেন, আমার বোন এস এম নিটওয়্যার গার্মেন্টসে চাকরি করে। ডিউটি শেষ করে সে বাসায় ফিরছিল। এসময় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায়। পরে আমার বোন গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ২০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। আমার বোনের শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসক।
তিনি জানান, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার বালিয়াপাড়া এলাকায়।
জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গাজীপুর থেকে গুলিবিদ্ধ এক নারী গার্মেন্টস শ্রমিককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাকে ২০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি দিয়েছেন। সেখানে তার চিকিৎসা চলছে।