ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ইসরায়েলকে অবশ্যই গাজায় নারী ও শিশু হত্যা বন্ধ করতে হবে। তার মতে, নির্বিচার বোমা হামলার কোনও যুক্তি নেই।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার এলিসি প্যালেসে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বিশেষ সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘প্রকৃতপক্ষে আজ, বেসামরিক লোকদের ওপর বোমা হামলা করা হচ্ছে। শিশু, নারী ও বৃদ্ধ মানুষদের বোমা মেরে হত্যা করা হয়েছে। তাই এটি চলার কোনও কারণ নেই এবং এই হামলাকে বৈধতাও দেওয়া যায় না। তাই আমরা ইসরায়েলকে হামলা থামানোর জন্য অনুরোধ করছি।’
তিনি আশা করেন, তার যুদ্ধবিরতির আহ্বানে বিশ্বনেতারা যোগ দেবেন। যুদ্ধবিরতিতে ইসরায়েল লাভবান হবে বলেও এ সময় মন্তব্য করেন মাখোঁ।
মাখোঁ ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছেন। একইসঙ্গে গাজায় ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে কিনা সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
গত ৭ অক্টোবর গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালানোর পর, সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমাবষর্ণ করে যাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের বোমাবর্ষণ থেকে বাদ যাচ্ছে না গাজার কোনও অবকাঠামো। তারা মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল ও বেসামরিক মানুষের বাড়ি-ঘর সব জায়গায় হামলা চালিয়ে যাচ্ছে।
গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণে এখন পর্যন্ত ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে সাড়ে চার হাজার শিশু এবং তিন হাজার নারী। অন্যদিকে হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছে।