পাহাড়ের সরু ঢালু দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে। গাছের একটি গুঁড়ি বাঁকা হয়ে ঝর্ণার ওপরে পড়েছে। এমন এক মনোরম পরিবেশে ওই গুঁড়ির ওপর যোগ ব্যায়াম করছিলেন এক তরুণী। ব্যায়াম কেবলই শুরু করেছেন … হঠাৎ পা ফসকে সোজা নিচের ঝর্ণার পানিতে পড়ে যান তিনি।
‘গো উইথ দ্য ফ্লো’ ক্যাপশন লিখে গত ২৪ ফেব্রুয়ারি ভিডিওটি টুইটারে পোস্ট করা হয়। সাথে সাথে তা ভাইরাল হয়ে যায়।
Go with the flow 😂 pic.twitter.com/BGZ120HZYL
— Wtf Scene (@wtf_scene) February 24, 2023