সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন

খেলা চলাকালে মিরপুরের ফ্লাডলাইটে আগুন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৩৬ am

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। আর এই ম্যাচ চলাকালেই মিরপুরের ফ্লাডলাইটের উত্তরদিকে আগুন ধরে যায়। যদিও সেটি মাত্র কয়েক মিনিট স্থায়ী ছিল।

আজ (শনিবার) বিকেল ৪টা ৫ মিনিটে ফ্লাইডলাইটে আগুন ধরার পর ধোঁয়া বের হতে দেখা যায়। যদিও পরক্ষণেই তা নিয়ন্ত্রণে চলে আসে। আগুনের প্রভাবে অবশ্য কোনো সমস্যা হয়নি মাঠের খেলায়। বর্তমানে সেই ফ্লাডলাইটে আলোও জ্বলতে দেখা যাচ্ছে।

এর আগে টস জিতে বাংলাদেশকে আগে ফিল্ডিংয়ে পাঠায় সফরকারী নিউজিল্যান্ড। প্রথম ওয়ানডের মতো এদিনও উভয় দল বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে নেমেছে। শুরু থেকেই বাংলাদেশি পেসারদের দাপট ও নিয়ন্ত্রিত বোলিং দেখা গেছে। যদিও অপরাজিত টম ব্লান্ডেলের ফিফটি ও হেনরি নিকোলসের ৪৯ রানে ভর করে ঘুরে দাঁড়িয়েছে কিউইরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৬২ রান। এখন পর্যন্ত দুটি করে উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান ও অভিষিক্ত খালেদ আহমেদ। এছাড়া শেখ মেহেদী একটি উইকেট নেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD