সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন

খিলগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ১২:১৬ pm

রাজধানীর খিলগাঁও থানা এলাকায় অপূর্ব বাড়ৈ (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সায়েদাবাদ আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এ ব্যাপারে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এস আই) শাহিন আলম বলেন, আমরা দুপুরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে নিয়ে আসি। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, অপূর্ব একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রাতে তিনি খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে দুপুরে তাকে অনেক ডাকাডাকি করলেও দরজা না খোলায় পরিবার সদস্যদের সন্দেহ হয়। এরপর পরিবারের সদস্যরা দরজা ভেঙে দেখতে পান তিনি গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছেন। প্রাথমিকভাবে আমরা পরিবারের সঙ্গে কথা বলে তার মৃত্যুর সঠিক কারণ জানতে পারিনি। অপূর্ব ভাই ও ভাবির সঙ্গে খিলগাঁওয়ের ‘সি’ ব্লকের ৪২৫ নম্বর বাসায় থাকতেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানা এলাকায়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD