রাজধানী খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকায় রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. রুবেল (২৭) নামে এক রড মিস্ত্রির মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক(এস আই) মো. মাহবুবুর রহমান মুন্সী। তিনি বলেন, সকাল ৯টার দিকে নির্মাণাধীন ভবনের নিচ তলায় রড কাটার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আমরা খবর পেয়ে মুগদা মেডিকেল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল মর্গে পাঠাই।