বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন

খাল থেকে অভিনেত্রীর ছেলের মরদেহ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪ ১:০২ pm

গত কয়েকদিন ধরেই খোঁজ পাওয়া যাচ্ছিল না অভিনেত্রী স্বপ্না সিংয়ের ১৪ বছর বয়সী ছেলে সাগর গাংওয়ার। ‘ক্রাইম পেট্রল’ থেকে শুরু করে ‘মাতি কী বান্নু’র মতো ছোটপর্দার একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন স্বপ্না।

ছেলের খোঁজ না পেয়ে গত ৭ ডিসেম্বর থানায় অভিযোগ দায়ের করেছিলেন অভিনেত্রীর ভাই। শেষমেশ উত্তরপ্রদেশের বরেলীতে পাওয়া গেল অভিনেত্রী স্বপ্না সিংয়ের নাবালক সন্তানের মরদেহ।

পুলিশি তদন্তে জানা গেছে, অতিরিক্ত মাদক সেবনের ফলে মৃত্যু ঘটে অভিনেত্রীর ছেলে। বন্ধুদের সঙ্গে মাদকসেবন করেছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। এরপর সাগরের দেহ এক খালে ধাক্কা মেরে ফেলে দেয় সঙ্গে থাকা দুই বন্ধু।

অভিযুক্ত দু’জনের নাম অনুজ এবং সানি। তারপরই সেই জায়গা ছেড়ে চম্পট দেয় ওই দু’জন। তবে পালানোর সময় সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে তাদের ছবি।

সেই ফুটেজ দেখেই অভিজুক্ত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাদেরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে, ছেলের রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে বরেলীতে প্রতিবাদ-বিক্ষোভ করেছিলেন স্বপ্না সিং। মিছিলে জোর গলায় তোলা হয় অভিযুক্তদের শাস্তির দাবি।

এই ঘটনায় ভুটা থানা অফিসার সুনীল কুমার বলেছেন, ‘তদন্তে অনুজ এবং সানি স্বীকার করেছে যে তারা সাগরের সঙ্গে মাদক সেবন করেছিল এবং অতিরিক্ত মাদক সেবনের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাগরের। গোটা পরিস্থিতি দেখে আতঙ্কে সাগরের দেহ অন্য এক জায়গায় ফেলে, সেই জায়গা ছেড়ে চম্পট দেয় বাকি দু’জন।’

পুলিশি সূত্রে আরও জানা গেছে, মৃত কিশোর বরেলীর আনন্দ বিহার কলোনিতে তার মামা ওম প্রকাশের বাড়িতে থাকতেন। সেখানে আদালাখিয়া গ্রাম সংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD