সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:০৪ অপরাহ্ন

খাদ্য খুঁজতে যাওয়া ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করলো ইসরায়েলি সেনারা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ২:০০ pm

ক্ষুধার্ত দুই ফিলিস্তিনি বোন খাদ্য খুঁজতে গিয়েছিল উত্তর গাজা উপত্যকার বেইত লাহিয়ার একটি কৃষি জমিতে। খাদ্যের পরিবর্তে দুই শিশুর মিলেছে ইসরায়েলি সেনাদের গুলি। এ ঘটনায় নিহত হয়েছে এক শিশু।

প্রাপ্ত ছবি ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, বেইত লাহিয়ায় কৃষি জমির ভিতরে খাদ্য অনুসন্ধান করছিল হাদিল আঘলাইস ও ইমান আঘলাইস। ইসরায়েলি সেনারা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। হাদিলকে দুবার গুলি করা হয়েছিল। একটি গুলি তার হৃৎপিণ্ডে এবং দ্বিতীয় গুলি তার চোয়ালে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে হাদিলের বোন ইমান আঘলাইস বেঁচে গেছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, ক্ষুধা বোনদের খাবারের জন্য একটি বিপজ্জনক এলাকায় যেতে বাধ্য করেছিল।

প্রত্যক্ষদর্শী এক শিশু বলেছে, ‘এমনকি গাধাটিও আহত হয়েছিল, আমরা এই সবের জন্য দোষী নই, আমরা একটি সমাধান চাই।’

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD