বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন

ক্যাপ্টেন এলেই খেলা শুরু হবে : কাদের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ১:০৭ pm

নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশ সফর শেষে ক্যাপ্টেন (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আসছেন। আপনারা প্রস্তুত হয়ে যান। ক্যাপ্টেন এলেই খেলা শুরু হবে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) কেরানীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, আর ভয় দেখায় মির্জা ফখরুল। ফখরুল কি এজেন্সি পেয়েছে? ওয়াশিংটনের নিষেধাজ্ঞায় ফিলিস্তিনে ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধ হয়নি। তারা পারেনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে। নিষেধাজ্ঞা কেউ শোনে না। কাজেই আমরা যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, তাদের নিষেধাজ্ঞায় ভয় দেখাবেন না।

তিনি বলেন, একাত্তরে নিষেধাজ্ঞা দিয়ে আমাদের থামাতে পারেননি। আজও আমাদের থামাতে পারবে না। আমরা কারও নিষেধাজ্ঞার পরোয়া করি না। কোনো দেশের নিষেধাজ্ঞা আমরা মানি না, মানব না।

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন ঘিরে কোনো ধরনের অপরাজনীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। ঢাকা আওয়ামী লীগের দখলে থাকবে। ২০০১ সাল ভুলে যান। কারো গায়ে আঘাত করলে, পালটা আঘাত হবে। কোনো ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD