শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন

ক্যান্টিন মালিকের দাঁড়ি ছিড়ে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা অভি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪ ৭:৩৯ am

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলের ক্যান্টিনে পাওনা টাকা চাওয়ায় ক্যান্টিন মালিককে মারধর ও টেনে দাঁড়ি ছিড়ে ফেলার অভিযোগে ছাত্রলীগের সূর্যসেন হলের সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন অভিকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়। অভি ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত।

ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আরাফাত হোসেন অভি (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, মাস্টারদা সূর্যসেন হল শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়) কে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।’

সোমবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ক্যান্টিনে পাওনা বাকি টাকা চাওয়ায় ক্যান্টিন মালিককে মারধর করেন ছাত্রলীগের এ নেতা। এসময় অকথ্য ভাষায় গালাগালের একপর্যায়ে ভুক্তভোগী ক্যান্টিন মালিকের দাঁড়ি টেনে ছিড়ে ফেলেন তিনি। ঘটনার প্রতিকার চেয়ে ক্যান্টিন মালিক ফাহিম হোদেন হল প্রাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD