রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন

ক্যাডার ও নন-ক্যাডারদের অর্ধবার্ষিকী বিভাগীয় পরীক্ষা স্থগিত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১০:২৮ am

বিসিএস ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তাদের প্রথম অর্ধ-বার্ষিকী বিভাগীয় পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একই সঙ্গে জাতীয় সংসদ সচিবালয়ের ‘ব্যক্তিগত কর্মকর্তা (দশম গ্রেড)’ পদের ব্যবহারিক পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অনিবার্য কারণে আগামী ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় বিসিএস ক্যাডার ও নন-ক্যাডারভুক্ত কর্মকর্তাদের প্রথম অর্ধবার্ষিকী বিভাগীয় পরীক্ষা, জুন-২০২৪ স্থগিত করা হলো। তাছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের ‘ব্যক্তিগত কর্মকর্তা (দশম গ্রেড)’-এর ১৫, ১৭, ১৮,১৯ তারিখের ব্যবহারিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো।

স্থগিত এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে পিএসসির ওয়েবসাইট ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD