বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১০:২০ অপরাহ্ন

কোনোরকমে দুইশ ছুঁয়ে ৭০ বল আগেই অলআউট বাংলাদেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:২১ pm

সৌম্য সরকারের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। সেটা ধরে রেখে ব্যাটিং করার চেষ্টা করেছেন মেহেদি হাসান মিরাজও। তবে তার বিদায়ের পরই ধস নামে টাইগারদের ব্যাটিং লাইনআপে। পাকিস্তান ‘এ’ দলের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি মুশফিকুর রহিম-জাকের আলির মতো ব্যাটাররা। তাতে কোনোরকমে দুইশ ছুঁয়ে অলআউট হয় বাংলাদেশ।

দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৩৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২০২ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন মিরাজ। তাছাড়া ৩৫ রান এসেছে সৌম্য সরকারের ব্যাট থেকে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD