শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

কৃষ্ণাকে রেখেই ভুটানের পথে সানজিদারা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৪:১০ am

ভুটান নারী ফুটবল লিগ খেলতে আজ (রোববার) সকালে থিম্পুর উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পাঁচ ফুটবলার। তবে সিনিয়র ফুটবলার কৃষ্ণা রাণী সরকারের যাওয়ার কথা থাকলেও, তার ক্লাব এখনও ওয়ার্ক পারমিট ব্যবস্থা করতে না পারায় তিনি কিছুদিন পর যাবেন। ফলে কৃষ্ণাকে রেখেই ভুটান যাচ্ছেন সানজিদা আক্তার, রুপ্না চাকমা, মাসুরা পারভীন, মারিয়া মান্ডা ও শামসুন্নাহার সিনিয়র।

ভুটানের নারী লিগ খেলতে এক সপ্তাহ আগে সাবিনা, ঋতুপর্ণা, সুমাইয়া ও মনিকা থিম্পু পৌঁছেছেন। তারা চারজনই পারো এফসি’র হয়ে খেলবেন। ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলতে যাচ্ছেন ডিফেন্ডার মাসুরা পারভীন ও রুপ্না চাকমা। ফরোয়ার্ড কৃষ্ণা রাণী সরকারেরও এই দলের হয়ে খেলার কথা। সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার খেলবেন থিম্পু সিটির হয়ে।

আগামী ২৫ এপ্রিল থেকে এই নারী ফুটবল লিগ শুরু হওয়ার কথা রয়েছে। ভুটানের নারী লিগের দৈর্ঘ্য বাংলাদেশের চেয়ে বেশি। ভুটানে যাওয়া বাংলাদেশের এক নারী ফুটবলারের কাছ থেকে প্রাপ্ত ফিকশ্চারে দেখা গেছে– এপ্রিলের শেষ সপ্তাহ থেকে আগস্ট পর্যন্ত ৯টি ম্যাচ খেলা হবে। সপ্তাহ তো বটেই, কয়েক ম্যাচের মধ্যে মাসেরও ব্যবধান রয়েছে।

১৯ মে’র পরে একটি ক্লাবের ম্যাচ রয়েছে ১৬ জুন। জুনের শেষ সপ্তাহ থেকে মিয়ানমারে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই। কোচ পিটার বাটলার ভুটানে নারী ফুটবলারদের দলে ডাকলে সপ্তাহ খানেকের বেশি সময় পাবেন না। আবার যদি ফেডারেশন ক্লাবকে জুনের আগে ক্লাব থেকে ছাড়করণ করতে পারে, সেক্ষেত্রে অবশ্য মাসখানেক সময় মিলতে পারে অনুশীলনের।

সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের অনেকেই ব্রিটিশ কোচ পিটার বাটলারের অনুশীলন বয়কট করেছিলেন। দফায় দফায় আলোচনার পর অবশেষে ১৩ জন অনুশীলনে ফিরেছেন গত মঙ্গলবার সকালে। তাদের মধ্যে আবার পাঁচ জন ভুটানে রওনা হচ্ছেন। দিন তিনেক অনুশীলন করলেও সিনিয়র ফুটবলারদের সঙ্গে বাফুফে এখনও চুক্তি করেনি। যদিও দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির কর্মকর্তারা বলেছিলেন, সিনিয়র ফুটবলাররা অনুশীলনে ফিরলে দ্রুত সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন হবে।

বাফুফের সাধারণ সম্পাদক ও নারী উইংয়ের প্রধান এএফসি কংগ্রেসে আছেন। তারা ফিরলে হয়তো চুক্তি হতে পারে অনুশীলনে থাকা বাকি ফুটবলারদেরও। ভুটানে যারা রয়েছেন তাদের চুক্তির ব্যাপারে ফেডারেশনের অবস্থান এখনও স্পষ্ট নয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD