শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন

কুয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ ১০:১০ am

কুয়েতের আবদালিতে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল আলিম নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন বাংলাদেশি।

মঙ্গলবার (২২ আগস্ট) দেশটির আবদালি এলাকায় মোটর সাইকেলটির সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক আব্দুল আলিম।

এছাড়া গুরুতর আহত হন সঙ্গে থাকা দুই বাংলাদেশি। তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহত ওই দুই বাংলাদেশির নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে নিহত আব্দুল আলিমের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ২ নং বারশত ইউনিয়নে পশ্চিমচাল নোয়াপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের জিন্নাত আলী বাড়ির মৃত আব্দুস ছালামের ছেলে।

নিহতের মামা মোহাম্মদ শফি জানান, কুয়েতে তার ভাগনে লোহার গ্রিলের ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। ঘটনার দিন কাজে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, সাত বছর আগে আমার ভাগনে কুয়েতে আসে। এরপর আর একবারও দেশে যাওয়া হয়নি তার। বর্তমানে তার মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা আছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ দেশে স্বজনদের কাছে পাঠানো হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD