শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:২১ অপরাহ্ন

কাশ্মীরে ‘সন্ত্রাসবিরোধী’ অভিযানে ভারতীয় কর্নেল-মেজরসহ নিহত ৩

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ৮:৪০ am

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় ‘সন্ত্রাসীবিরোধী’ অভিযান চালাতে গিয়ে ভারতীয় দুই সেনা কর্মকর্তা এবং এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কোকারনাগের গভীর বনে ‘সন্ত্রাসবিরোধী’ যৌথ অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী ও পুলিশ। বুধবার ভোরে বন্দুকযুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের এই তিন কর্মকর্তা নিহত হন।

৪৮ ঘণ্টার বেশি সময় ধরে ‘সন্ত্রাসীদের’ সঙ্গে যৌথবাহিনীর সংঘাত চলে। বৃহস্পতিবার কোকারনাগের জঙ্গলে বন্দুকযুদ্ধে আরও দুইজন সৈনিক আহত হয়েছেন। এছাড়া একজন সৈনিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

সেনাবাহিনীর একটি সূত্র জানায়, বুধবার জঙ্গিদের গুলিতে নিহতদের মধ্যে একজন কর্নেল, মেজর ও জম্মু-কাশ্মীর পুলিশের ডিএসপি রয়েছেন। তাদের মৃত্যুর পর অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। বুধবার সকালে যৌথবাহিনী ফের অভিযান শুরু করে। যৌথবাহিনীকে লক্ষ্য করে অবিরাম গুলি চালায় সন্ত্রাসীরা। তাতে দুই সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD