বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৪১ পূর্বাহ্ন

কালিয়াকৈরে তাকওয়া পরিবহনে আগুন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ ৩:৫৯ am

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় তাকওয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

জানা গেছ, চালক রাসেল মিয়া প্রতিদিনের মতো চন্দ্রা থেকে গাজীপুরের যাত্রী বহন শেষে রাত ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে বাসটি রেখে যায়। পরে ভোররাতে চার-পাঁচজন যুবক বাসটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর অধীনস্থ মৌচাক পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান মুন্সী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD