বুধবার, ০৭ জুন ২০২৩, ১০:২৪ অপরাহ্ন




কারাগার থেকে মুক্ত হোটেল রুয়ান্ডা হিরো

আরব বাংলা টিভি রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৩৯ বার পড়া হয়েছে

সশস্ত্র দলকে সহায়তা করার অভিযোগে ২০২১ সালে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল পল রুসেসাবাগিনাকে। যিনি ‘হোটেল রুয়ান্ডা হিরো’ হিসেবে পরিচিত। তবে দণ্ড শেষ হওয়ার আগেই তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রুয়ান্ডার সরকার।

শুক্রবার (২৪ মার্চ) পলকে মুক্তি দেওয়ার ঘোষণা আসে দেশটির পক্ষ থেকে।

১৯৯৪ সালে রুয়ান্ডায় উগ্রপন্থী হুতু গোষ্ঠীর মানুষ তুতসি গোষ্ঠীর মানুষের ওপর গণহত্যা চালায়। ওই গণহত্যায় ৮ লাখ মানুষ প্রাণ হারান।

গণহত্যা চলার সময় একটি হোটেলের ম্যানেজার ছিলেন পল রুসেসাবাগিনা। সেসময় হত্যার হাত থেকে বাঁচতে তার হোটেলে আশ্রয় নেন ১ হাজারেরও বেশি মানুষ।

পল রুসেসাবাগিনার এ মহৎ কাজ নিয়ে ২০০৪ সালে হলিউডে ‘হোটেল রুয়ান্ডা’ নামের একটি ছবি তৈরি করা হয়। এরপরই বিশ্ববাসীর নজরে চলে আসেন তিনি। তখন তার নাম হয়ে যায় হোটেল রুয়ান্ডা হিরো।

যশ ও খ্যাতি পাওয়ার পর ২০০৯ সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং টেক্সাস রাজ্যে বসবাস শুরু করেন পল ও তার পরিবার।

বিশ্ববিখ্যাত পল রুসেসাবাগিনার ওপর রুয়ান্ডার সরকার ক্ষীপ্ত হয় ২০১৮ সালে। ওই বছর এক ভিডিও বার্তায় তিনি রুয়ান্ডার সরকার পরিবর্তনের ডাক দেন। এরপর ২০২০ সালে তাকে কায়দা করে রুয়ান্ডায় নিয়ে আসে দেশটির সরকার।

কথিত সন্ত্রাসবাদ উস্কে দেওয়ার অভিযোগে ২০২১ সালে তাকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপরই তার মুক্তির জন্য তৎপর হয়ে ওঠে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বিশ্বের বেশ কয়েকটি দেশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পল রুসেসাবাগিনার মুক্তির পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কাতার। মধ্যপ্রাচ্যের এ দেশটিই মূলত রুয়ান্ডার সরকারের সঙ্গে এ বিষয়টি নিয়ে আলোচনা করেছে। পল মুক্তি পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘খুশির খবর।’

সূত্র: বিবিসি



আরো পড়ুন



আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  




© All rights reserved © ArabBanglaTV

Developer Design Host BD