শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:৫৮ অপরাহ্ন

কারাগারে ইমরানের খাবারে বিষ মেশানোর আশঙ্কা বুশরা বিবির

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ১০:১৮ am

দুর্নীতির দায়ে কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি জানিয়েছেন, তার আশঙ্কা ইমরানের খাবারে বিষ মেশানো হতে পারে।

তোশাখানা দুর্নীতি মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়ার পর গত ৫ আগস্ট ইমরানকে আটক করে পুলিশ। তাকে বর্তমানে পাঞ্জাবের আটোক বিভাগীয় কারাগারে রাখা হয়েছে।

বিষ প্রয়োগের আশঙ্কার কথা জানিয়ে গত ১৭ আগস্ট পাঞ্জাবের স্বরাষ্ট্র সচিবের কাছে চিঠি লেখেন বুশরা। এতে তিনি ইমরানকে আটোক থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তরের আবেদন করেন।

শুক্রবার (১৮ আগস্ট) বুশরা বিবির সেই চিঠির বিষয়টি প্রকাশ করে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো।

চিঠিতে বুশরা নিজের আশঙ্কা প্রকাশ করে লিখেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ইমরান খানের জীবন হুমকির মুখে আছে। তিনি ইতোমধ্যে দুইবার হামলার শিকার হয়েছেন। যার মধ্যে অস্ত্র হামলাও রয়েছে।’

তিনি আরও লিখেছেন, ‘উল্লেখযোগ্য হলো খাবারের মাধ্যমে জেলে তাকে বিষ প্রয়োগ করা হতে পারে। কারণ আগের হামলাকারী ও এর পরিকল্পনাকারীরা এখনো সংখ্যায় অনেক বড় এবং তাদেরকে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেনি।’

বুশরা বিবি চিঠিতে অভিযোগ করেছেন, ইমরানের সেলে ঘরের রান্না করা খাবার নিতে দেওয়া হচ্ছে না। যা আইন ও তার মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি আরও বলেছেন, ইমরান খান বি ক্যাটাগরির সেলে থাকার অধিকার রাখেন। কিন্তু তাকে এমন সেলে রাখা হয়েছে যেখানে সাধারণ সুযোগ-সুবিধাও নেই। যা জেল কোডের পরিপন্থি।

তিনি অনুরোধ করেছেন ইমরানকে যেন বি ক্যাটাগরির সেলে নেওয়া হয়, ঘরের খাবার খাওয়ার সুযোগ দেওয়া হয় এবং তার ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD