বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

কাজে ফিরছেন রাজ-পরী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ১০:০১ am

তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি। ‘গুনিণ’ সিনেমায় অভিনয় করতে গিয়ে দুজনের প্রেম, তারপর বিয়ে। পরীমণি মাতৃত্বকালীন অবসরে ছিলেন দীর্ঘদিন। এদিকে শরিফুল রাজকেও দীর্ঘদিন ক্যামেরার সামনে দেখা যায়নি। তারপরও বছরজুড়ে দুজন খবরের শিরোনাম হয়েছেন দাম্পত্য কলহের কারণে। তবে দীর্ঘ বিরতীর পর ছন্দে ফিরছেন রাজ-পরী।

পরীমণি আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন। রায়হান রাফির পরিচালনায় ‘মায়া’ নামের ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চলতি মাসেই এর দৃশ্যধারণ শুরু হবে। পরী অভিনীত সর্বশেষ ৭ সেপ্টেম্বর বঙ্গ বিডিতে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’। এতে পরীর সঙ্গে আরও রয়েছেন আজাদ আবুল কালাম, আবদুন নূর সজল প্রমুখ।

এদিকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন শরিফুল রাজ। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা। রাজ জানান, ওমর সিনেমার ওমর হয়ে দর্শকদের সামনে আসবেন শরিফুল রাজ। এ কারণে তিনি খুশি এবং আশাবাদী।

সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে সিনেমায় কাজ করছেন ঢাকার শোবিজের তিন রাজ।

তবে সিনেমাটিতে নায়িকা হিসেবে কে থাকছেন এখনও জানাননি পরিচালক। জানা গেছে সিনেমাটিতে তেমনভাবে নায়িকা কেউ থাকছেন না। জনপ্রিয় একজন অভিনেত্রীর অতিথি চরিত্রে থাকার কথা। এর আগে সিনেমাটিতে ফজলুল রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম ও নাসিরউদ্দিন খানদের মত অভিনেতারা চুক্তিবদ্ধ হন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD