শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

কষ্ট পেলে মাকে জড়িয়ে ধরে কাঁদতাম: অপু বিশ্বাস

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪ ১২:৩৯ pm

জন্মদাত্রী মাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর জন্য বিশেষ দিনের প্রয়োজন নেই। তারপরও আধুনিক বিশ্বে মে মাসের দ্বিতীয় রোববার ‘বিশ্ব মা দিবস’ পালন করা হয়। আজ ‘বিশ্ব মা দিবস’। বিশেষ এই দিনে মাকে স্মরণ করে নিজের অনুভূতি প্রকাশ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

চার বছর আগে মাকে হারিয়েছেন অপু বিশ্বাস। তবে এখনো বিশ্বাস করতে পারেন না, তার মা আর নেই। অপু বিশ্বাস সবসময়ই বলেন, ‘আমার আজকের এই অবস্থান ও সফলতা মায়ের জন্যই।’

ব্যাখ্যা করে অপু বিশ্বাস বলেন, ‘চার বছর হয়ে গেল মাকে হারিয়েছি। এখনো বিশ্বাস করতে পারি না, মা নেই। আমি অপু বিশ্বাস হতে পেরেছি মায়ের জন্যই। যখনই সফলতা পেয়েছি, মায়ের সঙ্গে শেয়ার করেছি, কষ্ট পেলেও তাকে জড়িয়ে ধরে কেঁদেছি।’

অপু বিশ্বাসের শেষ আশ্রয় ছিলেন তার ‘মা’। তা উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, ‘আমার জীবনে যত ঝড় এসেছে সব মা-ই সামলেছেন। মৃত্যুর আগ পর্যন্ত আমাকে বিভিন্ন বিষয়ে বুঝিয়েছেন, সাপোর্ট দিয়েছেন তিনি। দুনিয়ার সবাই আমাকে ভুল বুঝলেও মা আমাকে ঠিক বুঝতেন। আমার শেষ আশ্রয় ছিল মা।’

সবার উদ্দেশ্যে অপু বিশ্বাস বলেন, ‘এখন প্রতি মুহূর্তে মা না থাকার কষ্টটা টের পাই। কখনো কখনো মনের অজান্তে মায়ের কাছে নালিশ করে বসি। ভাবি যে, মা আমার ছায়াসঙ্গী হয়েই আছেন। তাই এই বিশেষ দিবসে বলতে চাই, সব সন্তানই যেন তাদের বাবা-মাকে জীবিত অবস্থায় ভালোবাসেন, সময় দেন। কারণ একবার জীবন থেকে এই অমূল্য সম্পদ হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যাবে না। বিশ্বের সব মাকে মা দিবসের শুভেচ্ছা।’

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD