শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন

কদমতলীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ৬:৪০ am

রাজধানীর কদমতলী থানার জুরাইন এলাকায় গ্যাস লিকেস থেকে বিস্ফোরণে দগ্ধ মুক্তা খাতুন (৩০) নামে এক নারী মারা গেছেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি বলেন, জুরাইন এলাকা থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে পাঁচজন এসেছিল। এদের মধ্যে মুক্তা খাতুন চিকিৎসাধীন অবস্থায় ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়, এখনো দু’জন চিকিৎসাধীন।

১৩ আগস্ট দিবারাত তিনটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- আতাহার আলী (৩৫), আলতাব সিকদার (৭২), মর্জিনা বেগম (৫০), মুক্তা খাতুন (৩০) ও আফসানা(৫)।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD