বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন

কথা-কাটাকাটি শেষে স্বামী কর্মস্থলে, স্ত্রীর গলায় ফাঁস

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ৫:২৬ am

রাজধানীতে স্বামীর সঙ্গে অভিমান করে বর্ষা খাতুন (১৯) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়েছন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টায় তেজগাঁওয়ের কাজীপাড়ায় এ ঘটনা ঘটে।

বর্ষা খাতুন বসুন্ধরা শপিংমলে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি গাজীপুর সদরের কাশিমপুর বারান্ডা এলাকার মো. দুলাল ফকিরের মেয়ে। বসুন্ধরা শপিংমলের পেছনের একটি বাসায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন বর্ষা।

বর্ষার স্বামী কাজল মিয়া বলেন, পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আমি বর্ষাকে বাসায় রেখে কর্মস্থলে চলে আসি। পরে বাসায় ফিরে দেখি সে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

বর্ষার বড় বোন শান্তা বেগগের অভিযোগ, তার বোন কিছুতেই আত্মহত্যা করতে পারে না। বিয়ের পর থেকে তাকে বিভিন্ন বিষয়ে নিয়ে কাজল মিয়া মারধর করত। তাকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বর্ষার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ক্যাম্পে আটক করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD