সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

ওষুধ-ইন্টারনেটসহ চার ক্ষেত্রে বাড়তি ভ্যাট প্রত্যাহার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫ ৯:০৪ am

বাংলাদেশের নিজস্ব আর্থিক ভিত মজবুত করার লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ অনুসারে কিছু পণ্য ও সেবার ভ্যাট, সম্পূরক শুল্ক, এবং আবগারি শুল্কের হার পুনঃনির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

বুধবার (২২ জানুয়ারি) ভ্যাট কর্তনের হার ও সম্পূরক শুল্ক হ্রাস করে চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুসারে ওষুধ, মোবাইল ফোন ও আইএসপি সেবা, রেস্তোরাঁ, মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ এই চারটি ক্ষেত্র থেকে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।

ওষুধ শিল্পের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, সকল জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সেবাকে আরো সহজতর করার লক্ষ্যে ওষুধ শিল্পের ওপর ব্যবসায়িক পর্যায়ে বৃদ্ধিকৃত ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করে পূর্বের হার ২.৪% বলবৎ রাখা হয়েছে।

মোবাইল ফোন ও আইএপি সেবার ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, দেশের ডিজিটাইজেশন কার্যক্রম চালু রাখতে মোবাইল ফোনের সিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর বর্ধিত সম্পূরক শুল্ক এবং আইএসপি সেবার ওপর নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

রেস্তোরাঁর ক্ষেত্রে, থ্রি স্টার, ফোর স্টার, ফাইভ স্টার ব্যাতীত অন্যান্য রেস্তোরাঁর অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে। এর ফলে রেস্টুরেন্টে খাবারের মূল বৃদ্ধি পাবে না।

মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের ক্ষেত্রেও বৃদ্ধিপ্রাপ্ত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD