বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে কাশ্মিরের টিউলিপ গার্ডেন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ৪:৩৭ am

কাশ্মিরের টিউলিপ গার্ডেন ভূবনখ্যাত। ভূস্বর্গে ভ্রমণ করেছেন, অথচ টিউলিপ উদ্যানের সৌন্দর্যে মজেননি এমন মানুষ পাওয়া কঠিন। এবার লন্ডনের ওয়ার্লড বুক অব রেকর্ডসের স্বীকৃতি পেল ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। পাশাপাশি পেল এশিয়ার বৃহত্তম পুষ্প উদ্যানের তকমাও।

হায়াসিন্থস, ড্যাফোডিলস, মাসকারি, সাইক্লেমেনস নামের ফুলগুলো এ বাগানের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। সুগন্ধে ভরে ওঠে ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেন।

সোমবার (২১ আগস্ট) এ তথ্য দিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি।

আমির খসরুর কবিতার উদ্ধৃতি দিয়ে তিনি টুইট করেন, শ্রীনগরের টিউলিপের মনোরম নিসর্গ এশিয়ার বৃহত্তম পুষ্প উদ্যান হিসেবে ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে নাম তুলেছে! ৬৮টি প্রজাতির ১৫ লাখ টিউলিপের বিস্ময়কর উদ্যান আকর্ষণ করে এক লাখ পর্যটককে!

চলতি বছরের ২৩ মার্চ নিয়ম মেনে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল এ টিউলিপ উদ্যান। বর্তমানে ৬৮ রকমের ১৫ লাখেরও বেশি টিউলিপ রয়েছে অপূর্ব বাগানে। লাল-হলুদ-সাদা-গোলাপি ফুলের সমারোহে সাজানো পাহাড়ি উপত্যকা চুম্বকের মতোই আকর্ষণ করে পর্যটকদের। প্রতিদিনই লেগে থাকে ভিড়। এক মৌসুমে কয়েক লাখ পর্যটক কাশ্মিরের টিউলিপ গার্ডেনের সৌন্দর্য উপভোগ করেন।

উল্লেখ্য, ২০০৭ সালে প্রথমবার আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছিল শ্রীনগরে ডাল লেকের কাছের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। যা জম্মু-কাশ্মিরের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD