বচ্চন পরিবারের কোন্দল নিয়ে জল্পনা বহুদিন থেকেই। এবার অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার ডিভোর্সের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
এটার শুরু হয়েছিল, অভিষেক তার গোটা পরিবারের সঙ্গে যখন আম্বানিদের বিয়েতে উপস্থিত হয়েছিলেন, অন্য দিকে আলাদা এসেছিলেন ঐশ্বরিয়া আর আরাধ্যা। এই বিয়ের ১ দিন পরেই প্রায় ১৭ দিনের জন্য মার্কিন মুলুকে ছুটি কাটান মা-মেয়ে। সেখানে দেখা যায় অভিষেককে।
এরই মাঝে ডিভোর্স নিয়ে মুখ খুললেন এ অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভাইরাল হওয়া ভিডিওতে অভিষেককে বলতে শোনা যায়, ‘গত জুলাইতেই আমি আর ঐশ্বরিয়া বিবাহ-বিচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। বিগত কয়েক বছর আমাদের একসঙ্গে বিশেষ ভালো কাটেনি। তাই আমরা শেষ পর্যন্ত আলাদা হওয়ার পথেই হাঁটছি। এখন প্রশ্ন আমাদের মেয়ে আরাধ্যার।’
তবে এই ভিডিও ভাইরাল হওয়ার পরে ডিভোর্স নিয়ে মুখ খুললেন অভিষেক বচ্চন। বলিউড ইউকে মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বিয়ের আংটি দেখিয়ে অমিতাভ-পুত্র বলে ওঠেন, ‘এখনও বিবাহিত’।
এরপর ঐশ্বরিয়ার সঙ্গে ঝামেলার গুঞ্জনে বলেন, ‘এই বিষয়ে আমার আপনাদের কিছু বলার নেই। আপনারা সবাই বিষয়টি নিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলেছেন। যা খুব দুঃখের। আমি যদিও বুঝতে পারছি, কেন আপনারা এমনটা করেছেন। আপনাদের কিছু গল্প তো ফাইল করতেই হবে। ঠিকই আছে, আমরা তারকা, আমাদের সহ্য করতেই হবে।’
প্রসঙ্গত, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিয়ের বয়স হয়েছে ১৭ বছর। ২০০৭ সালের এপ্রিল মাসে তারা বিয়ের পিঁড়িতে বসেছিলেন। এরপর ২০১১ সালে তাদের কোল আলো করে আসে একটি ফুটফুটে কন্যা সন্তান।
আরাধ্যার জন্মের পর থেকেই কাজের পরিমাণ অনেকটা কমিয়েছেন ঐশ্বরিয়া। এক মুহূর্ত মেয়েকে কাজছাড়া করেন না বচ্চন বউমা। এমনকি, বিদেশে শুট বা মডেলিংয়ের জন্য গেলেও, সঙ্গে রেখে এসেছেন বরাবর। যা নিয়ে কম ট্রোল হননি তিনি।