মোঃ খোকন, নেত্রকোণা : দেশজুড়ে শুরু হলো আজ বহুল প্রত্যাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা। দীর্ঘদিন পর আবারও পরীক্ষার স্বাদ নিচ্ছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার থেকে সারা দেশে শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় ও নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে তিনি পরীক্ষাকেন্দ্রের সার্বিক প্রস্তুতি ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় নেত্রকোণা জেলার সর্বমোট ৭৯ টি কেন্দ্রে মোট ২৭ হাজার ৮৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। যার মধ্যে এসএসসি পরীক্ষার্থী ২১ হাজার ৯১১ জন, দাখিল পরীক্ষার্থী ৩ হাজার ৩৫ জন এবং ভোকেশনাল পরীক্ষার্থী ২ হাজার ৯৩০ জন।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গফুর জানান, জেলায় এবার ২১ হাজার ৯১১ জন শিক্ষার্থী এসএস সি পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ২৩৬ জন ছাত্র ও ১০ হাজার ৬৭৫ জন ছাত্রী।