এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র নির্মাণকাজের সময় তিতাস গ্যাসের লাইন ফেটে গেছে। রাজধানীর ওয়্যারলেস রেলগেট এলাকায় দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রাত থেকেই তিতাসের কারিগরি টিম পাইপলাইন মেরামতের কাজ শুরু করে। এজন্য বন্ধ করে দেওয়া হয় গ্যাস সরবরাহ। এতে করে রাত থেকেই মগবাজার ওয়্যারলেসসহ আশেপাশের এলাকায় গ্যাস নেই। আজ সোমবার (২৮ আগস্ট) সকালেও মেরামতের কাজ চলছে। দুপুর নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে তিতাস জানায়।
জানা যায়, রবিবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে হঠাৎ তীব্র শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের গন্ধ পান স্থানীয়রা। এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র কাজে নিয়োজিত এক্সকেভেটরের আঘাতে তিতাসের লাইন ক্ষতিগ্রস্ত হয়। এতে লিকেজের ঘটনা ঘটে।
খবর পেয়ে রাত ১১টার দিকে তিতাস গ্যাস কোম্পানির কারিগরি টিম ঘটনাস্থলে যায়। তিতাস গ্যাসের জনসংযোগ কর্মকর্তা আল আমিন জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র কাজের সময় শ্রমিকরা আমাদের পাইপলাইন ক্ষতগ্রস্ত করে। এতে প্রায় ৫/৬ জায়গায় ওয়েল্ডিং এর কাজ করতে হচ্ছে। রাতেই কারিগরি টিম কাজ শুরু করে।
তিনি জানান, দুর্ঘটনা এড়াতে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। দুটি ভালব বন্ধ করা হয়। এতে ওয়ারলেস সহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, মাটির ৮ ফুট গভীরে প্রায় ৫ ফুট পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। মাটি খুঁড়ে পরিষ্কার করে পাইপলাইন ওয়েল্ডিং করা হবে। দুপুর নাগাদ কাজ শেষ করে গ্যাস সরবরাহ করা যাবে বলে তিতাস আশা করছে।