বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন

এমআরটি লাইন-৫ নির্মাণকাজ উদ্বোধন সেপ্টেম্বরে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩ ১১:৪০ am

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-৫ নির্মাণকাজ উদ্বোধনের দিনক্ষণ ঠিক করেছে প্রতিষ্ঠানটি। আগামী ১৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই নির্মাণকাজের উদ্বোধন করবেন।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ফেসবুক পেইজে বিষয়টি জানানো হয়। পরে বিষয়টি নিশ্চিত করেন ডিএমটিসিএলের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া।

পোস্টে বলা হয়, আগামী ১৬ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫ (নর্দান রুট) প্রকল্পের নির্মাণকাজের শুভ উদ্বোধন করবেন।

সাভারের হেমায়েতপুর থেকে রাজধানীর ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এ মেট্রোরেলে থাকবে ১৪টি স্টেশন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD