পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী: ফেনী নদীর সোনাগাজী অংশে জেলের ঝালে আটকা পড়লো সাড়ে ২৩ কেজি ওজনের একটি কোরাল মাছ। ঝালে আটকে পড়া কোরাল মাছটি বিক্রির উদ্দেশ্যে সোনাগাজী বাজারে নিয়ে আসে মৎস ব্যবসায়ী সাইফুল ইসলাম।
সোনাগাজী বাজারে মাছটির দাম হাঁকানো হয় প্রতি কেজি ১৫শত টাকা করে ৩৫হাজার। পরবর্তীতে সরোয়ার হোসেন নামের এক ক্রেতা তা ২৭হাজার টাকায় কিনে নেয়।
মাছ বিক্রেতা সাইফুল ইসলাম জানান, সুধম জলদাস নামের জেলের ঝালে আজ সকালে বড় মাছটি ধরা পড়ার পর তার থেকে কিনে আমি বাজারে নিয়ে ২৭হাজার টাকায় বিক্রি করি।
মাছটির ক্রেতা সরোয়ার বলেন, আমাদের নদীর মাছ খেতে সুস্বাদু। তাছাড়া এত বড় মাছ সহজে পাওয়া যায় না। তাই পরিবারের জন্য কিনে নিলাম।