শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন

এক ইনিংসে ৮ ক্যাচে ক্যারির বিশ্ব রেকর্ড

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪ ৯:০৬ am

এক ইনিংসে সর্বোচ্চ সংখ্যক ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান আলেক্স ক্যারি। অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট মার্শ কাপের ম্যাচে এই রেকরড়ড গড়েন ক্যারি।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট মার্শ কাপ। আজ সাউথ অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নেমেছিলেন ক্যারি। ম্যাচে কুইন্সল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ক্যারির দল সাউথ অস্ট্রেলিয়া। তাতে উইকেটের পেছনে দাঁড়িয়ে বড় অবদান রেখেছেন এই তিনি।তাতে কুইন্সল্যান্ডকে ২১৮ রানে অলআউট করে ৪৪.১ ওভারেই জিতে যায় সাউথ অস্ট্রেলিয়া।

ম্যাচে সাউথ অস্ট্রেলিয়ার পেসার জর্ডান বাকিংহাম ৪১ রানে পেয়েছেন ৬ উইকেট। যার মধ্যে ৫টিই ক্যাচ আউট এবং যার সবগুলো নিয়েছেন ক্যারি। তাতেই ইতিহাসের তৃতীয় উইকেটকিপার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ইনিংসে ৮টি ক্যাচ নেওয়ার রেকর্ড ছুঁয়েছেন তিনি।

ক্যারির আগে লিস্ট ‘এ’-তে ১৯৮২ সালে ইংল্যান্ডের বেনসন অ্যান্ড হেজেস কাপে কম্বাইন্ড ইউনিভার্সিটির বিপক্ষে ৮টি ক্যাচ নিয়েছিলেন সমারসেটের ডেরেক টেলর। আর ২০০১ সালে ইংল্যান্ডেরই চেল্টেনহাম ও গ্লস্টার ট্রফিতে হার্টফোর্ডশায়ারের বিপক্ষে ৮ ক্যাচ নিয়ে টেলরের রেকর্ডে ভাগ বসান উস্টারশায়ারের জেমস পাইপ।

প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড ৮টি। যা নিয়েছেন ১০ জন উইকেটকিপার। এ রেকর্ডে আছে বাংলাদেশের এক উইকেটকিপারের নামও। ২০০৫-৬ মৌসুমের জাতীয় ক্রিকেট লিগে ঢাকা বিভাগের বিপক্ষে এক ইনিংসে ৮টি ক্যাচ নিয়েছিলেন সিলেটের গোলাম মাবুদ।

আর স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ইনিংসে ক্যাচ হয়েছে সর্বোচ্চ ৭টি। যার মালিক একমাত্র উপুল ফার্নান্ডো। ২০০৫-৬ মৌসুমে মুরস স্পোর্টস ক্লাবের বিপক্ষে লঙ্কান ক্রিকেট ক্লাবের এই উইকেটকিপার নেন ৭টি ক্যাচ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD