শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন

এইচএসসি পরীক্ষায় নকল, ১৩ শিক্ষার্থী বহিষ্কার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ৭:৫৬ am

রাজবাড়ীতে চলমান এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে ১৩ শিক্ষার্থীকে বহিষ্কার ও দায়িত্ব অবহেলায় দুই শিক্ষককে প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন পাংশা আইডিয়াল গার্লস কলেজ কেন্দ্রের পাইলট গার্লস স্কুল ভেন্যুতে এ ঘটনা ঘটে।

পরীক্ষার কেন্দ্রসচিব মো. আব্দুল মান্নান জানান, মঙ্গলবার ইউএনও ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কারের কথা বললেও খাতা পেয়েছি ১২ জনের। আরেকজনের খাতা পাচ্ছি না। বহিষ্কৃত পরীক্ষার্থী সবাই কালুখালী সরকারি কলেজের।

মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, মঙ্গলবার এইচএসসির (ভোকেশনাল) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে ওই স্কুলকেন্দ্র পরিদর্শনে যাই। এ সময় কেন্দ্রের একটি কক্ষ থেকে ১৩ জন পরীক্ষার্থীকে নকলসহ হাতেনাতে ধরা হয়েছে। পরে ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার ও কক্ষে দায়িত্ব অবহেলার কারণে কলিমহর জহুরুন্নেছা উচ্চবিদ্যালয় ও কলেজের প্রভাষক স্বপন মণ্ডল এবং পাংশা আইডিয়াল গার্লস কলেজ প্রভাষক তাসনিমা খানমকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD