কলকাতায় যেখানে প্রতিদিন থাকে লাখো মানুষের আনাগোনা সেই জনবহুল শহর পানির অতল গভীরে ডুবে গেছে! শেওলা আগাছায় ভরে গেছে শহরের আনাচে-কানাচে। সম্প্রতি এমন ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। এ ছবির নেপথ্যে রয়েছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা।
পৃথিবীতে অনবরত আবহাওয়ার পরিবর্তন ঘটছে। তাপমাত্রা বেড়ে যাওয়া গলছে বরফ, বাড়ছে পানির স্তর, বিপদ সংকেত রয়েছে সমস্ত সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলোতে। সমুদ্রের পাড়ের নগরগুলো আগামী দিনে তলিয়ে যেতে পারে পানির নিচে! যা থেকে হয়েতো বাদ পড়বে না শহর কলকাতাও! তখন কলকাতার অবস্থা ঠিক কেমন হতে পারে─ এআইয়ের সেই কল্পনাই উঠে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এআইয়ের কল্পনায় নিখুঁতভাবে বিষয়টি ফুটিয়ে তুলেছেন শিল্পী অপূর্ব রায়। আর তাতে কি নেই! সায়েন্স সিটি, রবীন্দ্র সরোবর, শিয়ালদহ স্টেশন, বেলুড় মাঠসহ তিলোত্তমার আরও নানান পরিচিত জায়গা। আর এমন জনমানবহীন কলকাতার ভয়াবহ চিত্র দেখে অবাক হয়েছেন সকলে।
ইতিমধ্যেই ছবিগুলো বেশ ভাইরাল হতে শুরু করেছে সামাজিক মাধ্যমে।
উল্লেখ্য, পরিবেশবিদরা বার বারই আবহাওয়ার পরিবর্তন নিয়ে সতর্ক করে আসছেন। দিকে দিকে প্রচার করা হচ্ছে পরিবেশ দূষণ নিয়ে। তাই সতর্ক না হলে আগামী দিনে সত্যিই তলিয়ে যেতে পারে শহর কলকাতা! ভাইরাল ছবিগুলো দেখে এমনই সংশয় প্রকাশ করেছেন নেটিজেনরা।