শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন

উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভোটগ্রহণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪ ৫:৫০ am
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 90; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

উৎসবমুখর পরিবেশে চলছে পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সরেজমিনে দেখা গেছে, সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণ।

২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে মোট ২১ পদের বিপরীতে ৪ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন।

এর মধ্যে সভাপতি পদে তিন জন, সাধারণ সম্পাদক পদে চার জন ও সাংগঠনিক সম্পাদক পদে চার জন প্রার্থী রয়েছেন। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা এক হাজার ৭৪৪ জন।

ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার পর শুরু হবে গণনা। রাতের মধ্যেই জানা যাবে নির্বাচনের ফলাফল।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD