বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে চরফ্যাশনে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ৭:০৪ am

চরফ্যাশন (ভোলা)প্রতিনিধি: চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচীর আওতাধীন উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ-২০২৪ ও ২০২৫ অনুষ্ঠিত হয়েছে চরফ্যাশনে।

১৭ ফেব্রুয়ারি চরফ্যাশন উপজেলা পরিষদ সভাকক্ষে সকাল ৯টা থেকে বিকাল সোয়া ৫টা পর্যন্ত দিনব্যাপী এ প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষন প্রদান করেন ভোলা জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান।
প্রধান আলোচক ও রিসোর্স পার্সন হিসাবে প্রশিক্ষন প্রদান করেন শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপ-পরিচালক প্রফেসর শ.ম.সাইফুল আলম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা শিক্ষা অফিসের রিসার্চ অফিসার নুরে আলম সিদ্দিকী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ টিপু সুলতান।

অন্যান্য’র মধ্যে বক্তব্য রাখেন এওয়াজপুর অজুফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ মোস্তফা কামাল,আলীগাঁও আহমদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ নুরুদ্দীন ও প্রধান শিক্ষক মোঃ ফিরোজ বিশ্বাস।
প্রশিক্ষণ কর্মশালায় চরফ্যাশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ,সুপার ও প্রধান শিক্ষকগণ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আইসিটি’র শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ খলিলুর রহমান।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD