রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:১৭ পূর্বাহ্ন

উত্তাল সাগরে এলএনজি সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাস সংকট

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ৭:০৬ am

বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল হয়ে পড়ায় মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। সন্ধ্যা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা নাগাদ গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

সরবরাহ বিঘ্নিত হওয়ায় কর্নফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন চট্রগ্রাম এলাকা এবং বাখরাবাদ গ্যাস ও তিতাস গ্যাসের কোন কোন এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে।

বাংলাদেশ এক সময় দেশীয় গ্যাসফিল্ডগুলো থেকে ২৮০০ মিলিয়ন ঘনফুট পর্যন্ত গ্যাস উত্তোলন করতো। ফিল্ডগুলোর মজুদ কমে আসা ও নানা সীমাবদ্ধতার কারনে এখন ২০০০ মিলিয়নে নেমে এসেছে। ঘাটতি সামাল দিতে ২০১৮ সালে এলএনজি আমদানি শুরু করা হয়। এ জন্য মহেশখালীতে ২টি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন করা হয়। তবে সাগর উত্তাল হলেই সরবরাহ বন্ধ হয়ে যায়। রিমালে একটি টার্মিনাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গত সপ্তাহে সেটি চালু হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD