শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন

ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি পুনর্বহাল হতে পারে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪ ৮:৩২ am

নতুন কারিকুলামে শিখন ঘাটতি পোষাতে কিছুদিন ধরে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস নেওয়া হচ্ছে। তবে, শনিবার ক্লাস নেওয়ার বিষয়টি স্থায়ী হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, কোরবানির ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি পুনর্বহাল হতে পারে।

রোববার (১২ মে) দুপুরে সচিবালয়ে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মহিবুল হাসান চৌধুরী বলেন, তীব্র তাপপ্রবাহের কারণে নয় দিনের মতো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। সেজন্য শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষামন্ত্রী বলেন, শনিবার ক্লাস চালানোর বিষয়টি স্থায়ী কোনও সিদ্ধান্ত নয়। আমরা সবার সঙ্গে আলোচনা করছি। শিক্ষকদের বিশ্রামের প্রয়োজন আছে। শিক্ষার্থীরা বাড়ির কাজ ঠিকমতো করছে কি না, সেটিও দেখার প্রয়োজন আছে। আশা করছি, ঈদুল আজহার পর শনিবার ক্লাসের বিষয়টি কন্টিনিউ করতে হবে না।

প্রসঙ্গত, সম্প্রতি দেশব্যাপী বয়ে যাওয়া অতি তীব্র তাপপ্রবাহের কারণে কোমলমতি শিক্ষার্থীদের সুরক্ষায় কয়েক দফা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। আকস্মিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখায় যে শিখন ঘাটতি হয়েছে, তা পোষাতে পরবর্তী সময়ে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD