সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন

ইতালিতে স্ট্রোকে বাংলাদেশির মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ ১২:২৭ pm

ইতালির পর্যটন খ্যাত ভেনিসে মো. দুলাল পাঠান (৫৫) নামে প্রবাসী এক বাংলাদেশি মারা গেছেন। স্ট্রোক করে না ফেরার দেশে চলে যান তিনি।

জানা গেছে, শুক্রবার (৩ নভেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় ভেনিস এলাকায় কাজে যাওয়ার পথে রোমা বুট স্টেশনে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। তার পরিবারের সদস্যরা বাংলাদেশে রয়েছে। মৃত দুলালের বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গী বাড়ি উপজেলার কলমা গ্রামে।

এ বিষয়ে ভেনিস প্রবাসী ব্যবসায়ী মোবারক হোসেন বলেন, এভাবে রেমিট্যান্স যোদ্ধারা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দেশের অর্থনৈতিক শক্তি সচল রাখতে জীবনযুদ্ধ চালিয়ে যান। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি এবং ভেনিস প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD