শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন

ইউক্রেনের জন্য বরাদ্দ তহবিলের ৯৬ শতাংশ শেষ হয়েছে: যুক্তরাষ্ট্র

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ৪:৪৬ am

ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের বরাদ্দকৃত তহবিল ৯৬ শতাংশ শেষ হয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউস।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্কাই নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, ‘আমরা ইতিমধ্যেই ইউক্রেনকে সাহায্য করার জন্য কংগ্রেস থেকে প্রাপ্ত আনুমানিক ৯৬ শতাংশ তহবিল শেষ করেছি, যার মধ্যে সামরিক সহায়তার জন্য ৯০ শতাংশ তহবিল রয়েছে।

তিনি জানান যে, কিছু খাত যেমন ইউক্রেনীয় বাজেটের জন্য সরাসরি আর্থিক সহায়তা সম্পূর্ণরূপে ব্যয় হয়েছে এবং সামরিক সহায়তা বাজেটের ১০ শতাংশেরও কম অবশিষ্ট আছে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরও বলেন, ‘আমি যা বলতে পারি তা হলো, যুদ্ধের শুরু থেকে ইউক্রেনকে দেওয়া মোট তহবিল প্রায় ৬০ বিলিয়ন ডলারের বেশি। এটি কেবল নিরাপত্তা সহায়তা নয়, অর্থনৈতিক ও মানবিক সহায়তা রয়েছে। বরাদ্দকৃত তহবিলের প্রায় ৯৬ শতাংশ শেষ হয়েছে এবং নিরাপত্তা সহায়তা পুনরায় পূরণ তহবিলের ৯০ শতাংশের বেশি এখন ব্যয় করা হয়েছে।’

এসময় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জয়ের ব্যাপারে যুক্তরাষ্ট্র আশাবাদী বলে উল্লেখ করেন জন কিবরি। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে ইউক্রেন তার ভূখণ্ড ফিরে পেতে পারে।’ তবে রাশিয়ায় পাল্টা হামলায় ইউক্রেনের ধীরগতির বিষয়টি স্বীকার করেন তিনি।

ইউক্রেনকে আরও সামরিক সহায়তার প্রসঙ্গে জন কিবরি বলেন, ‘আমরা তাদের নিরাপত্তা সহায়তা প্রদান অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করতে মনোযোগী রয়েছি।’

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD