শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন

ইংল্যান্ড সিরিজে শক্তিশালী দল ঘোষণা আয়ারল্যান্ডের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ৭:২৮ am

ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে ভরাডুবির পর সবকিছু ঢেলে সাজাচ্ছে আয়ারল্যান্ড। এরই ধারাবাহিকতায় টপ-অর্ডারে বেশকিছু পরিবর্তন এনেছে আইরিশরা। যে কারণে একাধিক ক্রিকেটারকে দেখা যাবে নতুন ভূমিকায়। এই তালিকায় অভিজ্ঞ দুই ক্রিকেটার অ্যান্ড্রু বালবির্নি ও কার্টিস ক্যাম্ফারও রয়েছেন। আর নতুন ভূমিকায় তারা ভালো করবেন, এমনটাই প্রত্যাশা আইরিশ অধিনায়ক পল স্টার্লিংয়ের।

এখন থেকে আইরিশদের হয়ে তিনে ব্যাট করবেন অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। যদিও ওয়ানডে ক্যারিয়ারে বেশির ভাগ সময়ই ছয়ে ব্যাট করেছেন তিনি। অন্যদিকে পল স্টার্লিংয়ের সঙ্গে ওপেন করবেন সাবেক অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।

এ প্রসঙ্গে প্রধান নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট বলেন, প্রধান পরিবর্তনগুলোর মধ্যে বলবার্নি স্টার্লিংয়ের সঙ্গে ওপেন করবে। তাদের মধ্যে বোঝাপড়া ভালো। আমরা বিশ্বাস করি, তারা দীর্ঘদিন ওপেনিং পজিশনে ভালো করতে পারবে।

ক্যাম্ফারের ব্যাটিং অর্ডার পরিবর্তন প্রসঙ্গে তার ভাষ্য, ক্যাম্ফার তিনে ব্যাট করবে। আমরা মনে করি, সে সেখানে সফল হবে; তার সেই টেকনিক ও সক্ষমতা আছে। স্কোয়াডের যে কারোর চেয়ে সে পেস ভালো খেলে। সে আমাদের মিডল-অর্ডারের অন্যতম সেরা ব্যাটার। আমরা মনে করি, তার ওপরে ব্যাট করার সামর্থ্য আছে এবং ভালো ইমপ্যাক্ট রাখতে পারবে।

আয়ারল্যান্ডের স্কোয়াড : পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, অ্যান্ড্রু বালবার্নি, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, গ্রাহাম হিউম, জর্জ ডকরেল, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, নিল রক, হ্যারি টেক্টর, লরকান টাকার, ক্রেইগ ইয়াং এবং থিও ভ্যান।

ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজের সূচি :

প্রথম ওয়ানডে ২০ সেপ্টেম্বর হেডিংলি
দ্বিতীয় ওয়ানডে ২৩ সেপ্টেম্বর ট্রেন্ট ব্রিজ
তৃতীয় ওয়ানডে ২৬ সেপ্টেম্বর ব্রিস্টল

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD