সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন

ইংল্যান্ডের বিপক্ষে সুপার ওভারে জিতল বাংলাদেশের মেয়েরা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫ ১২:০৩ pm

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের সময়টা ভালোই যাচ্ছে। কদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছে বাংলাদেশ। সুমাইয়া আকতার, হাবিবা ইসলাম পিংকিদের বাংলাদেশ সেটা করেছে লঙ্কানদের মাঠে। কুয়ালালামপুরে আজ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হারিয়েছে ইংল্যান্ডকে।

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নামার আগে প্রস্তুতি পর্বেও দারুণ খেলছে বাংলাদেশ। কুয়ালালামপুরের রয়েল সেলাঙ্গর ক্লাবে ওয়ার্ম-আপ ম্যাচে পরশু বাংলাদেশ হারিয়েছিল শ্রীলঙ্কাকে। সুমাইয়ার নেতৃত্বে বাংলাদেশ আজ রুদ্ধশ্বাস জয় পেয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। রুদ্ধশ্বাস এই জয় এসেছে সুপার ওভারে।

১১৪ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ জয় তুলে নিতে পারত মূল ম্যাচেই। শেষ বলে বাংলাদেশের দরকার ছিল ১ রান। হাতে ছিল ১ উইকেট। এই শেষ বলে

রানআউট হয়েছেন নিশিতা আক্তার নিশি। টাই হওয়া ম্যাচ এরপর গড়ায় সুপার ওভারে। প্রথমে ব্যাটিং নিয়ে সুপার ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করে ১১ রান। ইংল্যান্ডের বাঁহাতি স্পিনারের ওভারে একটা ছক্কা মেরেছেন সাদিয়া আকতার। ১২ রানের লক্ষ্যে নেমে সুপার ওভারে ইংল্যান্ড ১ উইকেটে ৯ রানে আটকে যায়। ২ রানে জয় পায় বাংলাদেশ।

এর আগে টস জিতে ব্যাটিং নেন ইংল্যান্ড নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক অ্যাবি নরগ্রোভ। তবে বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে প্রথমে ব্যাটিং নিয়ে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৩ রান করে তারা। তিন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। যাঁদের মধ্যে নরগ্রোভ গোল্ডেন ডাক মেরেছেন। ইনিংস সর্বোচ্চ ২৮ রান করেন পৃথা থানাওয়ালা। ২৪ বলের ইনিংসে একটি করে চার ও ছক্কা মেরেছেন। বাংলাদেশের মোসাম্মৎ আনিসা আকতার সোবা পেয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে খরচ করেন ১২ রান।

বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল এশিয়া কাপের ফাইনাল খেলেছে। টি-টোয়েন্টি সংস্করণের সেই ফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ সমতায় ড্র করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ বাংলাদেশ হেরেছিল।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD