বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন

আ. লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি গঠন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩ ৬:০৩ am

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে দলটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি অনুমোদন করেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (৪ অক্টোবর) রাতে দলের সাধারণ সম্পাদক এই কমিটি অনুমোদন দেন। এ কমিটিতে আওয়ামী লীগের সাবেক তিন সাংগঠনিক সম্পাদককে সদস্য হিসেবে রাখা হয়েছে।

উপকমিটির সদস্যরা হলেন, সাবের হোসেন চৌধুরী, ড. এ কে এম আব্দুল মোমেন, ড. হাছান মাহমুদ, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, খালিদ মাহমুদ চৌধুরী, মো. শাহরিয়ার আলম, বেগম হাবিবুন নাহার, একেএম এনামুল হক শামীম, ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ডা. মেজর জেনারেল (অব) আব্দুস সালাম, মমতাজ বেগম, জাফর আলম, নাহিম রাজ্জাক, নাইমুর রহমান দুর্জয়সহ ১৮৭ সদস্য।

এছাড়া বন ও পরিবেশ উপ-কমিটি চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার বজলুল হক ও সদস্য সচিব হয়েছেন দেলোয়ার হোসেন। দলের সভাপতি শেখ হাসিনা ইতোপূর্বে এই দুজনকে মনোনীত করেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD