সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন

আ.লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির সভা বৃহস্পতিবার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৪৭ am

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নবগঠিত বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির প্রথম সভা আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নবগঠিত বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং তথ্য ও গবেষণা সম্পাদক এবং নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD